নীলা তুমি কি এখনোও দাড়িয়ে থাক
লাল বাস ধরতে
ঘাড়ের কাছের চুলগুলো কি আজও উচ্ছ্বল হয়
মিষ্টি রোদ কি একলা বয়ে যায় তোমার গালে
হয়না না ?
রাস্তাগুলো পালটে গেল সব
বাসগুলো বদলে গেল
জামাকাপড়ও ...
নীলা তুমি কি এখনোও শাড়িতে সুন্দরী ?
আমি কিন্তু ভর দুপুরে দাড়িয়ে অপেক্ষায় ...
খেলো'র চা'র দোকান আজ বন্ধ
চা আজ নেই সাথে তুমিও
নাজানি সময় কতকিছুই কেড়ে নেয়
শুধু পড়ে থাকে রেশ...
নীলা তুমিও কি তাই !! শুধুই আবেশ ...