রাত্তিরের সং সেরে দিনের আলোয় ফেরে পাপিয়া
ঝাঁপিতে রং দেহে রং মনে রং তবুও মানেনা
আজও সে সং সাজে, মন যে বড় বাজে !
কড়ি-বর্গা ফেলে অশুভ তুই কি কাছে আসবিনা
সবাই তোকে দূরে সরাতে চায় তাই বলি
আয় কাছে আয় শুভ হয়ে বাঁচ !
কেওড়াতলা পেরোলে বাস্তুঘুঘুর বাস
আমিতো দুপুরে ওখানেই পাত পেড়ে খাই
সাথে থাকে দুটো শালিক, জোড়ে-বিজোড়ে !
ছিন্ন-বিচ্ছিন্ন রক্তাক্ত হাড়হিম
মা লক্ষী অবাক তোর কান্ডকারখানা
জানিস কিনা তুই না জানাতে হবে তোর সবই গন্ডগোল !