ছোট্ট শহর একঘেঁয়ে দুপুর শুনশান রাস্তা
একলা মন্দির বেনুগোপাল ওধারে
কলাপাতায় জল পিতলে ঘন্টা হলুদ গাঁদা
শেষমেষ বুঝি আমিই হাঁদা ।
হাতে-হাত পায়ে-পা রাধা-কৃষ্ণ সীতা-রাম
কথা ও কাহিনী আজন্মের বন্ধন
লম্ফঝম্প সার বোঝেনা আজ মন্থন
লক্ষী চঞ্চলা স্বরস্বতী সাথী বাকিটুকু সিঞ্চন।