লোকগুলো রঙচঙে কাপড়ে ঢাকা সারি সারি
মুখ দেখেই বা কি হবে,
কালচে-লাল কাপড়ের ভিতর না জানি কতই না ইতিহাস লুকোনো।
  
লুকোনো ইতিহাসে লজ্জা থাকে
আমরা দেখেও দেখি না
হয়তবা দৃষ্টিটাই হারিয়ে ফেলেছি ।

সবুজ পাতাঘেরা বাগানের ফিসফিসানি শুনেছো
ঐ দেখ দুটো জঙলী ফুল মৈথুন মত্ত
নিষেক কত প্রকারেরই না হয় !

বাগানের নর্দমা পেরোলে
ঘাসফুল খেলা করছে চড়ুই-এর সাথে
সকলের অলক্ষে প্রকৃতির লীলা !