ছোট্ট নদীটির ওপারে জঙ্গল উঁচু ঢিপি শাল গাছ সারি সারি
সোনালী বালিয়াড়ি ঢেউ খেলানো দুপুর ন্যাংটো শিশু
শৈশবের জলে ঝাঁপ সাথে থাকে চিৎকার - সাবধান
দেশের ভবিষ্যতেরা বাড়ছে ওয়াই ফাই-এর হাত ধরে !
গোবর নিকানো দালান, দলিতের ঘর,
কুঁড়ে ঘর তবু শান্তির আশ্রয়
ফিতের খাট জোনাকির আলো অমাবশ্যার চাঁদ
বেঁচে থাক সমাজবাদ - যত্তসব ভাঁওতাবাজি !
দিনমজুরের পান্তাভাত নিম্নবিত্তের নুন-ভাত
মধ্যবিত্তের ডাল-ভাত, উচ্চবিত্তের কন্টিনেন্টাল
আরোও সচ্ছ্ল ধীরে বন্ধু ধীরে -
উপায় নেই শুধু স্যালাড ! যত বাড়ে ততই কমে ।