নাভির নিচেই তোর দৃষ্টি কেন থাকে রে সবসময়
একটু ওপরে তাকাতে পারিস না
আহঃ ওপরে তাকাতে বললাম তো ক্লিভেজ খুঁজবি
তার পাশেই হৃদয় আছে সেটা দেখবি না !
  
সবাই জানে মেয়েদের মাসের ঐসময় কষ্ট ভীষণ হয়
জীবনটাই তাদের জটিলতার একশেষ, হোক না তা,
স্যানিটারি ন্যাপকিন লুকিয়ে দিতে হবে নাকি,
কবে যে সহজ হবি !

ঐ দ্যাখ রাস্তায় দাড়িয়ে চুমু খাচ্ছে
ওটা পাপ বল ?
মাথা নেড়ে হ্যাঁ বলছিস ! পাগল ওটা আদিমতার প্রকাশ,
মনে নর্দমা নেই, প্রাণে সন্দেহ নেই
পড়াশুনা করে বড় জন্তু তৈরি হচ্ছি আমরা - কি বল !