রাস্তার ধারের হোটেল ঘেরা ব্যবসা
ছন্দহীন সন্ধি টেকেনা তবুও
মালতী আজও ঘোরে অলিগলি ভেদ করে
ফোঁস করলেও রা কাড়ে না
নির্বিষ কি করে হয়েছিল নিজেও জানেনা !
ওপাড়ার শেফালী সকালে বেরোয় রাতে ফেরে
সংসারের জোয়াল রাঘব বোয়ালের হাতে
আজ তাকে রাতে জাগতে হবে
পরদিন ছেলের ফিস ভরা দরকারি,
সাপের ফণা কিকরে বাঁচে !
খোঁপার আড়ালে লুকোনো জল
শাড়ির আড়ালে ঢাকেনা ঢল
আস্তিনের ফাঁকে লুকোনো সাপ
না জানি কখন ফেলে দীর্ঘশ্বাস
দেখেও না দেখা থাকে সমাজ
জীবন বিচিত্র না রাখে লাজ !
নগ্ন আমি নগ্ন তুমি নগ্ন সবাই
বিবেকের বাণী নীরবে থাকে তাই ।