আষাড়ে গল্পের সুড়সুড়ি, গোলঘরে বাড়াবাড়ি
কাব্যের আদান-প্রদান, বেঁচে থাক মূর্তিমান
আঁক সবে সারা হলো, রাতারাতি এলোমেলো
কে জানে কে যায়, নিয়তি ঠায় বসে রয়
শ্রাবণের বারিধারা, লক্ষী হলো ঘরছাড়া ।
অনিকেত ভাবে বসে …
শ্রাবনের ধারা, সবুজ পাতা, খিলখিলানো হাসি
আর ...
আকাশ বাতাস জল ভূমি অগ্নি
ব্যস, আগুনেই সব শেষ !
নাহ্ ভূমিতেই মিলন, ভবঘুরের মিলন ।