মন্দিরের পাশের দরজায় দাঁড়িয়ে থাকা অ-বৃদ্ধ
চোখে চকচকে আশা, বাকিটুকু কর্মনাশা ।
লোভ-লালসা যুক্ত ভিক্ষাপাত্র সন্ন্যাস নয়
মোক্ষ সুদূর অস্ত নীরবে দূরে রয় ।
আলেয়ার আলো লক্ষীর ভাঁড়ার
অসাবধানে ঠোকাঠুকি সাবধানে বাহার ।
ন্যায় নীতি চুলোয় গেলে শয়তান-ভাগবান দুইই পাওয়া যায়
লজ্জা-ঘৃণা-ভয় না থাকলে দুইই হওয়া যায় ।
পূজারী-দেবতা পরস্পরের পরিপূরক
ভাবলে ভাল না ভাবলে আরোও ভাল ।
মন্দির সজোরে হাসে হা হা হা
ঘন্টা তারস্বরে বাজে টং টং টং ।
পাপ সব ধুয়ে ফেলি ঘন্টার তালে
অ-বৃদ্ধ রাজা বনে মানুষের ঢলে ।