নীহারিকা কথা শোনেনি, বাড়ি ফেরেনি
সে বাতাস হতে চেয়েছিল …

স্বপ্নগুলো তার কুচো কাগজের সাথে বয়
বায়ূ পুত্র জানেন পরিনতি
দশ বছর অতিক্রান্ত বায়ূ আজ পরিবর্তিত প্রস্তর
আগুন আর দাহ করে না, তাপ আর ব্যথা দেয় না
প্রয়োজন ফুরিয়েছে …

নীহারিকা ভাবে
না জানি কতশত আলোকবর্ষ থেকে উৎসারিত,
ক্রমাগত
আগে-পিছে বেগবতী কলঙ্কিনী সময়
পিছুটান হীন, তবুও মানে না মন, বাতাস কিকরে হয় ?