চাঁদ ও চ্যাপটানো ভবিষ্যত দুইই আলোকপ্রাপ্ত
শোভাবর্ধনে কাজে লাগে
জ্যোতিষের বিজ্ঞাপনে কি কাজ
যদি না চাঁদ আসে, জীবনে চাঁদ যাপনে চাঁদ
আদিতে চাঁদ অন্তে চাঁদ
ফেটে চৌচির !! জীবন কাব্যগাথা …
রহস্য ও মিতা একই বৃন্তে, শুধুই ওলোট-পালোট
সময় অনুসারী হৃদয় বেদনাকাতর মস্তিষ্ক কারাবাসী
উপায় - চ্যবনপ্রাশ !!
করিমচাচা গান গান দিব্যাদিদি বাউল সাজেন
দিনের শেষে দুজনেই ঘুমোতে যান গাছতলে
ওপরে অক্সিজেন নিচে কার্বন-ডাই-অক্সাইড !!!
লাগলে তুক না লাগলেও তুক
ফুরালো সময় আধুনিক কবিতা
মানব জীবন …