জীবনের অঙ্কুর উদভ্রান্ত সবুজ খয়েরি হলদেটে
গতিহীনতায় ভোগা কিশোরের গীটারে ঝড়
না জানা শতশত বীজ অবহেলে খসে ঝুরুঝুরু
তবুও নির্বিষ ফনা মেলে ডানা ।

রুপকথারা শুধুই অধরা, অলক্ষীর হাত বাজার মাত
হাউয়াইনের সুরে তারকা খচিত আকাশ
ব্ল্যাক হোল ভরা তারা, নির্দ্বন্দ সমাজ, মুক্ত মানুষ
তবুও......

লজ্জা লজ্জা লজ্জা !!!
হায় ! হায় ! হায়!
বেশ ! বেশ ! বেশ !