কবিতার চাষে মিষ্টত্বের অভাব !!
নির্ঘাত জীবন স্বপ্নময় ।
জীবনের প্রতিটি ছেদবিন্দু মৃত্যুর ডাক দিলেও
সোহাগী তুমিই জিতবে ...
আমি যে ছেদবিন্দুতেও তোমাকেই দেখি ।
জীবনের সলতেয় মরণের ডাক ঐ শোনা যায়
গীটারের তালে ভাসে সোহাগীর সুর,
জীবনের সুর, মরণের সুর ।
ভালবাসা নটে গাছটির মত...
কখন যে ছাগলে খেয়ে যায় জানাও যায় না ।
ভালবাসার খবর কে রাখে !! সোহাগী তুমি রাখো কি ?