লোকলজ্জার সিঁড়ি ভেঙে অঙ্কগুলো এগোয়
স্মৃতিপটের পাদানিতে আজ জ্যামিতির ছন্দ ।

যাত্রাপথে বুড়োমির অন্ত নেই, তবুও
লাভালাভের শূণ্যতা বাঁচে কবিতার খাঁজে ।

ঝাঁকুনির শেষে আধ-আনা না
বারো-আনা, তারই তিতকুটে মিতিহাস...

উদ্দালকের শিক্ষা দিগন্ত ব্যাপী চেতনা
মুনি ঋষিরাও অবগত... তবুও হারাকিরি..

ভেকধারী আসে লোক না আসে
মন ফিরে আমন না ফিরে ।

বল হে প্রবীন....., অধর্মের জয় !!!
বল হে নবীন - ধর্মের জয় !!!

আধ-আনা বাড়লে হাজার কমে
রাতারাতি বাড়লে হয় কয়েক কোটি!  

জল খা জল !! পরাণশক্তি বাড়বে ।
ঘি খা ঘি..., তেজ বাড়বে !!!

পীরিত হারালে শুধুই কষ্ট বাড়ে
যৌবন হারালে কি বাড়ে ভেবেছিস !!

বড় বাড়ি বড় গাড়ি চাই
বাকিগুলো দাড়াও ভেবে বলছি, একমিনিট !!!