মৃত্যুর উল্টো খুন, না খুনের পাল্টা মৃত্যু
হাতবদল এ-হাত থেকে ও-হাত
খেলা শুধুই খেলা
রেফারি বিহীন জনতা চিৎপাত !

মুদ্রার লড়াই বাজারের বড়াই
ডলার, ইউনান, ইউরো, টাকা…
শেয়ারের ওঠাপড়া সাথে লেখাপড়া !
এর বেশি কি জানা আছে ছাই !

ধর্মের কল বাতাসে নাড়ে - বাঁধা বুলি
মৌলবাদের বেগার ঝুলি
লোকবল মনোবল সবই ফাঁকতাল…

কালো আলোতে তারাদের মিটিং
চাঁদেরা প্রতীক্ষায় বুক ঢিপঢিপ
উড়নি লাল-গেরুয়া-সবুজ-হলুদ
তাতে কি আসে যায়
মানবতার ধর্ষণে সবাই এক ভাই !

টাকার রং টা কি ভাই ?
সাদা-সাদা, না না …..
কালো-কালো, না না …
লাল-নীল-হলুদ-সবুজ-গেরুয়া !

ঈশ্বরের মুচকি স্মাইলি আন্তর্জালে ভাসে,
তারাদের মিটিং শেষ
কফি হাতে জনগন
গোলা-গুলি, গালা-গালি
মর্টার, রকেট লঞ্চার, এ কে ৪৭, কেমিক্যাল বম্ব
আরো কত কি ….

আমি কবিয়াল ভাই কবিতা লিখি তাই,
মানুষ জাগবে !