জীবনের আঁকা-বাঁকা এঁদো গলি পেরোলেই রাজপথ
জানি দুর্গন্ধ ছড়ানো তবুও গলিপথ ।
একটু স্থৈর্য, একটু ধৈর্য
এক চিলতে সু, বাকিটুকু কূ
সবে মিলে জীবন, এক মুহূর্তের মরণ !
ছোট-ছোট পা, দূরের বালিরেখা ভিজে-ভিজে
যান্ত্রিক গাড়ি, ধুঁকছে শহর, ফুঁকছে জীবন ।
লাল-নীল-হলুদ শহুরে গ্যাস
চিত্রিত ব্যাগ, বিচিত্র শিশু,
হা রাজপথ !
চিড়িয়াখানা রঙ্গমঞ্চ নাটমঞ্চ
হাওয়ামহল ঝাড়বাতি শীষমহল
রাজপথে রাসলীলা !
হা বিচিত্রবীর্য, এই কি সেই
যম-বুড়োর খাসমহল !
ঘুঙুরের দোল বেদনার বোল
শিশিরের দান বুভুক্ষুর প্রাণ
ভিখারিণী তাই ঠাঁই নাই পায়
অগত্যা …
বলি হে প্রভু -
জ্ঞান দাও, ভক্তি দাও, শক্তি দাও…
আর যদি পারো এক কাপ ভর্তি জীবন দাও !
আরোও একবার না-মরে বাঁচি।