নারী-পুরুষ খাদ্য-খাদক!
অবাক কান্ড...

দেখ দেখি..
মাকড়সারা জাল বুনেছে
ফড়িং বাবা ফাঁদে কি?

রাত্রি বাড়ে যাত্রী বাড়ে
উদোম সবই উদোম সবাই
মিতা মিতা শুধুই চেঁচাই...।

কোথায় মিতা শুধুই নীতা
রাধা ছাড়া জীবন বৃথা।

চৌপায়াতে লবড়চবড়
ঢক্কানিনাদ বোঝে ভোঁদড়।

কৃষ্ণ ছাড়া রাম নাই,
সীতা বিনে রাধা নেই।