রক্ত স্নান করবো তোর সাথে…, মানবতার অঙ্গীকার নিলাম।
ধর্ম নয়, জাতি নয়, দেশ নয়, শুধুই মানবতার অঙ্গীকার…..
বিশ তলা বাড়ির কার্নিশে একটা কাক কা কা করে ক্রমাগত
অনিকেত দ্যাখে আর ভাবে..। ওরা ভাল না আমি ভাল?
কাকের ধর্ম কি? কা কা কা কা কা..
মনে পড়ে যায় বহু পুরোনো এক যাত্রাপালা -" ঠিকানা পশ্চিমবঙ্গ "
কানের কাছে শুধুই বাজে - স্রষ্টার ধর্ষণ
আই-ফোন ৬ তুলে অনিকেত মানবতার কা কা শোনে
হায়.. সব যে চুলোয় গেছে তার..। চারিদিকে শুধুই হাহা..কার...
পকেট হাতড়ে দেশলাই বাক্স খুঁজে নেয়, ক্লাসিক-মাইল্ড ঠোঁটের কোনে
দেশ সেবা! ধর্ম সেবা! জাতি সেবা! সব ঝুলছে ঠোঁটের কোনে..
জ্বলন্ত সাদা কাঠির মত..। অনিকেত কবে জ্বলে কে জানে!!