বাষ্পগুলো ডানা মেলে স্বপ্নতারা’র ঝাঁকে
ভাঙা নৌকো মেলা শেষে ঘাটে দাড়ি কাটে।
জোনাকির আলেয়ায় তারাদের ঝিকিমিকি
অধুনা সমাজের বাংরেজির মিকিঝিকি…
চাপের চপ খাবি খায় মাছের বাজারে
জনতার বিরিয়ানি পাচিত রাজনীতির দরবারে।
প্রেম আবেশ শেষ হলে সূর্য মুক্ত হয়
বুদ্ধ-শুদ্ধ-যুদ্ধ শেষে পাবলিক দৌড়ায়…