(১)
থাক না কথা……. হোক না সব চুপ
শুধু থাক তোর গায়ে ধরা বাতাস
আমায় জড়িয়ে…..
পাখির গানের কথা সবাই বলে
নদীর পাড়ের কথা কেউ বলে না কেন?
কেউ কি শোনে নি তাদের কবিতা …
যদি বলি থাক আমার কাছে,
থাক বসে পাশে অনন্তকাল ধরে -
পারবি …
পারবি নদীর পাড় হতে? বয়ে যাবে সময় … থেকে যাবি তুই…
(২)
লাল-পাতাবাহার উচ্ছন্নে গেছে তাই জবাব দিল -
ঝাঁ চকচকে মলের বাইরের মলগুলো দেখেছিস…
ভাল করে দ্যাখ।
নদীর পাড় আর খুঁজে কাজ নেই… মলগুলো খোঁজ…
তাতেই মালামাল হবি… কবিঠাকুরে কি হবে???