"প্রেম" শব্দটা বাজারে খায় ভাল তাই আমি
করি-লিখি-পড়ি-দেখি-দেখায়..... "লাভ-সেক্স-ধোঁকা"।
তুই কি ভাবিস "প্রেম" মনের ভাব??
না রে না.. মস্তিষ্কে ডোপামাইনের রকমফের
ঘটায় যত কান্ড... লাগে আজগুবি সব।।
অনেকে বলবেন রুপক নেই তাই কবিতা নয়,
আমি বলি - না হোক কবিতা, লেখা তো??
মানুষ তো পড়ে, সময় বদলায় দেশ বদলায়
চেতনা বদলায়... কবিতা বদলাবে না?? প্রেম বদলাবে না??
বদলাচ্ছে, সব উল্টে-পাল্টে যাচ্ছে, এমনকি মানুষও...
ডোপামাইন ক্ষরণ বদলাচ্ছে.। সাবধান!!!