নির্লজ্জেরও লজ্জা থাকে
তোর তো সেটাও নেই, কি খাস রে তুই???
বস্তাবন্দি চিঠিগুলো(দেহগুলো) আজ পাড়ি দেবে তেপান্তরে
কে জানে কজন দেশান্তরী হলো!!!
মরণ সত্য তবু জীবন বড়
কি নিদারুণ পরিহাস!!!
লিকলিকে চেহারায় দৌড় দেওয়া যায় ভাল
তোরা কি জানিস আর কি কি করা যায়??
বাতাসের ছোঁয়ায় গাছের পাতাও প্রাণ পায়,
তোর ছোঁয়ায় যে শুধুই প্রাণ যায় রে!! বল না কেন এমন??
তুই কি বাতাস হতে পারিস না প্রলাপ থামিয়ে???