নীল আকাশের বুড়ো বেজায় খুশি
পেয়েছে সে নতুন শব্দ
পালা বদলের শব্দ
নৈশব্দে লুকোনো শব্দ
ভোরের আলোর শব্দ
শিরশিরে বাতাসের থমকে যাওয়া শব্দ
সকালের আগমনী শব্দ
দুপুরের উষ্ণতার শব্দ
বিকেলের প্রেমে পড়ার শব্দ
নিশাচরের অবৈধ প্রেমের শব্দ
বিরহের শব্দ
পবিত্রতার শব্দ
অপবিত্রতার শব্দ ...
ঐ যে দূরে বুড়ো হেঁটে যায়
তার ব্যথার আছে শব্দ
নীল আকাশের বুড়ো সব শুনতে পায়।