সেদিন তুমি যখন মেরুন কালারের শাড়িটা পড়ে আসলে,
বিশ্বাস করো, আমি সেদিনই তোমার প্রেমে পড়েছিলাম ।
সাহস করে বলেও ফেলেছিলাম যে,"কপালে একটা টিপ দিলেও তো পারতে । "
তুমি মুচকি হেসে বলেছিলে,"ঠিক আছে ।"
এরপর থেকেই না আমার সাহস বাড়তে লাগলো ।
আমি তোমার জন্য চুড়ি কিনতাম, টিপ কিনতাম, কানের দুল কিনতাম ।
তোমায় টিপ পড়িয়ে দেয়ার আবদারও করেছিলাম একবার ,
তা হয়তোবা সাহস ছিলো না, দুঃসাহস ছিলো ।
বারবারই আমি এমন দুঃসাহস করতাম,
এবং তুমিও তা হাসিমুখেই মেনে নিতে ।
কিন্তু যেদিন তোমায় ভালোবাসি' বললাম,
সেদিনই তুমি বিদায় নিলে ।
হয়তো এটা মাত্রাতিরিক্ত আবদার ছিলো, অতি দুঃসাহস ছিলো,
হয়তো সেটা পাপ ছিলো ।
বলেছিলে,"বামুন হয়ে চাঁদে হাত দিতে নেই ।"
তবুও আমি দিয়েছিলাম,
ভেবেছিলাম- এ প্রথা তো আমার জন্য নাও হতে পারে ।
পাষাণী দেবী, পাপ জমে গেছে কয়েক হাজার,
এখন হয়তো সময় ; মৃত্যু খোঁজার ।