বলেছিলাম, মানুষের অপেক্ষায় শকুনের শিকার হয়ে যাওয়া
শহরটার বয়স বাড়েনি,
বেড়েছে না দেখা নারকীয় অন্ধকার, যাকে তোমরা দুঃখ বলে ডাকো ।
এখানে কয়েকটা মানুষ জন্মানোর দরকার ছিলো,
যারা চোখে শুধুই আকাশ দেখতে পায় ; যে আকাশে স্বাধীনতার ডানা ঝাপটায়,
যাদের বুকে জমিয়ে রাখা যায় আস্ত একটা পৃথিবী,
নিঃশ্বাসে যাদের কালো-ধোঁয়ার ছিটেফোঁটাও নেই ।
মাস-ঋতু-বছর কাটে,
এখানকার বাসিন্দারা শুধু নাচতে শেখে, বাঁচতে শেখে না,
তারা মরে যায় প্রতিদিন অথচ কাগুজে লালসার পেছনে দৌড়ায়,
হরহামেশাই তারা ভালো থাকার খোঁজে ভালোবাসা হারায় , বোকার দল ।
আমিও চাইতাম - মানুষ হই,
কিন্তু এখানে কোথায় মানুষের স্থান,
পুতুলের নাচ শিখলেই তবে -
তুমি এখানকার স্বয়ং ভগবান ।


১৬ই নভেম্বর, ২০২০
হবিগঞ্জ