কাগজের ভাঁজে বেঁধেছি তোমায়,
দিয়েছি তাতে প্রাণ,
লিখেছি প্রতি লাইনে-লাইনে
রক্তমাংসহীন প্রাণ ।

অমাবস্যায়ও আলো নামাতে
নেই যে কোনো দ্বিধা,
আমার কাছে রাত্রি মানেই -
তোমার জোৎস্না বিঁধা ।

বিশ্বাস হয় না !
দেখাবো খুলে বুক ?
সাক্ষী হিসেবে দাঁড় করাবো -
তোমার দেয়া শোক?

রাধাচূড়া আজো শুকোয়নি,
মরেনি তোমার কবি কৃষ্ণদাশ,
তার কবিতায় এখনো বাঁচে
বেপরোয়া-প্রেমিক-জ্যান্তলাশ ।
.
রোদ যায়, বৃষ্টি যায়, যায় শীত-গরম বারোমাস,
নিজমনে, একা একাই কবিতা আওড়ায় -
ভবঘুরে-পাগলা কৃষ্ণদাশ ।

১৪/০৫/২০২০