চোখ জানেনা, মন জানে ; প্রেমিক হওয়ার পাপ,
কৃষ্ণচূড়া-রাঙা মোহেই লাগলো অভিশাপ ।
আকাশ কাঁদে, বৃষ্টি ঝরে, কবিতা বিষায় প্রাণে,
দগ্ধ কবির পৃষ্ঠাহীন কাহিনীটা কে জানে !
জোৎস্না মেখেই আহত হওয়া ভালোবাসার বুক,
রাত ফুরোতেই নামলো ছায়া, নামলো গভীর শোক,
প্রেমিক হওয়ার সাধ মিটেছে, এবার ভালোবাসা দাও,
নয়তো আমায় ইতি টেনে নির্বাসনে যাও ।
সকাল, বিকাল, সাঝের খাতায় থাকলো অনুতাপ,
কৃষ্ণচূড়া-রাঙা মোহেই লাগলো অভিশাপ ।
১৪ই জুলাই,২০২০
হবিগঞ্জ