কবির কবিতা-জীবন ;
শূন্য একাকী মরুভূমিতে বাউণ্ডুলের সম্রাট হয়ে বুকপকেটে প্রাণ সঞ্চার,
কখনো-সখনো প্রিয়তমার কপালের টিপে চোখ রেখে বলে যাওয়া নিঃশেষ এক গল্প,
আবার কখনো সামাজিক কীটের বিরুদ্ধে চার-পাঁচ লাইন রক্তবমি,
অশ্লীলের গায়ে জড়িয়ে পড়া সত্যবুলির পাঁচালী,
রাতের অন্ধকারে জানালার ধারে পুরো আকাশের মালিক হওয়ার স্বপ্ন ৷
কবিতায় বড়ই বিচিত্র কবির জীবন ৷
কবির মানুষ-জীবন ;
পাগল কিসিমে’র লোক, ভদ্রলোকেদের সাজপোশাকে ফিট খায় না,
ডাল-ভাতের মায়ায় পড়েছিলো সেই ছোট্টকালে, আজো ছাড়তে পারে নি,
মানুষ হতে গিয়ে আজ কিছুই হতে পারে নি, অথচ কোনো আক্ষেপ নেই,
প্রিয় বলতে শুধু দুইচালা ঘরটা, একাই থাকে,
বিয়েশাদি করে নি, কে-ই বা ওকে বউ দিবে,
বয়স হয়েছে, রাতের বেলা সজাগ থাকলেই প্রেশার লো হয়,
তবে এখনো প্রচুর চা খায়, কে বানিয়ে দেয় ?
তা জানিনা তবে চায়ের নেশা আজো ছাড়তে পারে নি ।
মানুষ না হয়েও কবি মানুষ জীবনে মগ্ন ।
সাধু, সাধু !
২৬শে সেপ্টেম্বর, ২০২০
হবিগঞ্জ