যেদিন দুঃখ চিনে যাবে
সেদিন তোমায় ছেড়ে দিবো ।

হাতের মুঠোয় ফুলগুলো শুকিয়ে গেলেই
ঘরে ফিরে যাবো ।
ভাত-ডাল-মাছ দিয়ে পেটপুরে খেয়েদেয়ে দিবো একটা লম্বা ঘুম -
ফোন সাইলেন্ট করবো -
বাসায় তালা ঝুলাবো -
যাতে কেউ বিরক্ত না করে ।
আমাকে যে লম্বা ঘুম দিতে হবে । হাজার বছরের লম্বা ঘুম ।

আমাকে খুঁজলে পাবে না কখনোই  তবে বেশি মিস করলে
কবিতার বাজারে খবর নিও ।
আমি কবিতা বেচে বাঁচি ।
তোমার দেয়া কবিতাগুলোও বেচে দিয়েছিলাম ।
আবার আমি তোমার কাছে কবিতা চাইবো । সময় হোক।

তার আগে তোমাকে দুঃখ চিনতে হবে
কবিতার বাজারে কবিতা বেচতে হবে ।


১৫ই জুলাই,২০২০
হবিগঞ্জ