যাদের চোখে সমস্যা তাদের জীবন ভীষণ দূর্বিষহ, সংক্ষেপে তাদের আদর করে কানা ডাকা হয় ।
এই ধরেন, কোনো এক কানা বিড়ি খাচ্ছে এবং আনফরচুনেটলি চশমাটা ভুলে বাসায় ফেলে আসছে,
ঠিক সেই মূহুর্তে কানার বাবাও এদিকেই আসছেন,
এসেই ধুমধাম ধোলাই !
অথচ আজ যদি কানার চোখটা ভালো হতো তাহলে তার আজ চশমার উপর এতটা নির্ভরশীল হওয়া লাগতো না । বেচারা কানা !

তবে আমার চোখে সমস্যা থাকলেও আমি এতটা কানা নই । আমাকে নিম্ন-মধ্যবিত্ত কানা বলা যায় ।
আমি দূরের কোনোকিছু পুরোপুরি না দেখলেও আন্দাজ করে ফেলতে পারি,
আর যদি নাই বুঝি তাহলে বলে দিই যে চোখে কি যেনো একটা পড়েছে,
এছাড়া চশমা ব্যবহার করাটা আমার ভালো লাগে না, কারণ নামের সাথে কানা পদবীটা এই চশমার জন্যই পাকাপোক্ত হয়,
অমুক কানা, তমুক কানা,
শুনতেই কেমন বিচ্চিরি লাগে ! উফ !

কিন্তু আজকাল সমস্যা বাড়ছে, বেশিরভাগ সময়ই আন্দাজ করতে পারছি না,
ঝাপসার লেভেলটাও বাড়ছে,
ডাক্তার বলেছে এবার চশমা ছাড়া আর কোনো উপায় নেই,
এবার চশমা পড়তেই হবে ।

তো এবার আসল কথায় আসি ।
আমার চোখের চশমা হবা ?
পুরো জীবন একসাথে দেখার সঙ্গী হবা ?
স্পষ্টতার সাক্ষী হবা ?
হুম ?

৬ই জানুয়ারি, ২০২১
হবিগঞ্জ