চোখ থেকে আজ ঘুম পালালো,
রাত কেটে যায় তাল-বাহানায়,
আকাশ দেখে যাচ্ছি বলে -
চলে যাচ্ছি । বিদায় ।

রক্তে ভেজা কবিতা পড়ে,
জং ধরেছে খাতায়-মাথায়,
শেষ লাইনে সব শেষ করে -
চলে যাচ্ছি । বিদায় ।

মানুষ দেখার স্বপ্ন নিয়ে
নিঃস্ব হলাম শহর কেনায়,
দিনশেষে এই মানুষই বলে-
চলে যাচ্ছি । বিদায় ।

সাধুর দোয়ারে জীবন জানতে
পড়লাম বসে ঘোর সাধনায়,
জানতে পারলাম জীবন মানেই -
চলে যাচ্ছি । বিদায় ।

আবার কখনো ডাক দিলে,
ছুটবো তোমার ঠিকানায়,
আজ এখানেই ইতি টানছি,
চলে যাচ্ছি । বিদায় ।

১৮ই জুলাই,২০২০
হবিগঞ্জ