কেমন করে বই ছাপাবো বলতে পারো কাকা ?
লেখার মুরোদ আছে , তবে , পকেটে নেই টাকা ।
লোন নিয়ে যে বই ছাপাবো... বই যদি না বিকে
দেনার দায়ে সব খোয়াবো , কী লাভ তবে লিখে ?
তবু লিখি , মনের মাঝে ভাবনা খুঁজে পেয়ে
যেহেতু ও নেশা আমার রক্তে গেছে ছেয়ে ।
ছন্দে তুলে ধরি যখন মনের কল্পনাকে
লাভ ক্ষতির হিসেব তখন কে আর মনে রাখে ।
সাহিত্যিকরা এমনি কি আর হচ্ছে দিশেহারা
সাহিত্য যে কঠিন নেশা যায়না লাগলে ছাড়া ।
লেখক কবি লিখছে যারা কতকিছু ভেবে ,
এটাই ভাবি তাদের সৃষ্টির মূল্য কে আজ দেবে ?
অনাহারে কাটছে প্রহর জুটছে নাকো খাদ্য
হায়রে কবি! লিখছে তবু – জীবন নিয়ে পদ্য ।
সাহিত্যিকরা কষ্ট পেয়ে মরছে পথে হাটে
ওদের একটা হিল্লে করতে কেউ কি তবু খাটে ?
ভালো যারা খেলছে তাদের মিলছে মাসিক ভাতা
ভালো যারা লিখছে তাদের দ্যাখেনা কেউ পাতা ।
সাহিত্যিকদের ভাতা চালু ! যদি সরকার করত
দূর্বিপাকে কবিগুলোর জীবন কি আজ ঝরত ?
রাখবে কে সেই ভাতার দাবি মুখ্যমন্ত্রীর কাছে ?
তেলা মাথায় তেল মাখাতে সবাই ব্যাস্ত আছে ।