একটুকরো লোহা আমি পড়ে আছি রাস্তায় ......
কঠিন আমার বুক , ধারালো আমার মুখ
পেরেকের মতো । ওজন খুবই হাল্কা
হয়তো দশ গ্রামও নয় ...
তবু আমি কত ভারী জীবনকে তিলে তিলে
মৃত্যুর মুখে দিয়েছি ঠেলে..... আমার চুম্বনে
কত টিউবের হাওয়া বের করে ছেড়েছি ,
ঘটিয়েছি কত দূর্ঘটনা পথের কাঁটা হয়ে ।
অবুঝ মানুষ আজও আমায় অবহেলা করে ,
এত ক্ষতি করার পরেও আমাকে ছেড়ে দেয় ।
‘যৎসামান্য জিনিস’ ব’লে তাচ্ছিল্য করে ,
তারপর ছুড়ে ফেলে আবার রাস্তাতেই ।
আমি মুখ থুবড়ে পড়ে থাকি ধুলোর ভিড়ে ,
গা ঢাকা দিই আবর্জনায়...... পথেই থাকি পড়ে ।
পথ চেয়ে বসে থাকি , আর ভাবি –
কখন একটা জীবন আবার আমার শিকার হবে ,
আবার হাওয়া মুক্ত করব কখন একটি চাকার....
দুম! ক’রে আওয়াজে আবার কবে আমি
হেসে উঠব নতুন ঘটনার সাক্ষী হয়ে ।
এভাবেই , ঠিক এভাবেই ......
জানিনা আর কত হাসিমুখ বদলে দেবো কান্নায় ......
জড়িয়ে আমার বুকে ।