হারিয়ে যাওয়া শিশুর সকাল
পেতাম যদি ফিরে ,
বালুচরে করতে খেলা
ঘুম ভাঙা ভোর , সকালবেলা
সঙ্গী-সাথী দল বেধে সব
যেতাম নদীর তীরে ।
হারিয়ে যাওয়া শিশুর দুপুর
পেতাম যদি ফিরে ,
পুরানো সেই দিঘির কাছে
দুপুরবেলায় খেজুর গাছে
ঢিল ছুড়ে সব পাকা খেজুর
খেতাম পেরে পেরে ।
হারিয়ে যাওয়া শিশুর বিকেল
পেতাম যদি ফিরে ,
লাটাই সুতো থাকতো হাতে
রোদ ফুরানো বিকেলটাতে
উড়ত আমার সাধের ঘুড়ি
আকাশের বুক চিরে ।
হারিয়ে যাওয়া শিশুর সন্ধ্যা
পেতাম যদি ফিরে ,
কাঁচের জারে দিতাম রেখে
লেবুর তলে জ্বলতে দেখে
আলোর কণা , ছোট্ট প্রাণী
জোনাই পোকা ধ’রে ।
হারিয়ে যাওয়া শৈশব কাল
পেতাম যদি ফিরে ,
মায়ের কোলে পরম সুখে
সেদিনগুলোই আগলে বুকে
হতাম না আর এমন জোয়ান ...
সে শৈশব পার করে ।