বর্ষা মানেই ......
বৃষ্টি বুকে আষাঢ়ে মেঘ
গুর গুর গুর গর্জে ওঠা ,
টুপ টাপ টুপ জমতে থাকা
কচুর পাতায় জলের ফোটা ।
বর্ষা মানেই , দিঘির জলে
ডুব দিয়ে খুব সাঁতার কাটা ....
কাদা পথে পা-ফসকানো ,
ছাতা মাথায় সামলে হাঁটা ।
বর্ষা মানেই ......
জল থৈ থৈ পুকুরপাড়ে
প্রেমের সুরে ব্যাঙের ডাকা ,
ছোট্ট শিশুর খাতার পাতায়
নৌকো নদীর ছবি আঁকা ।
বর্ষা মানেই , খেলার মাঠে
বৃষ্টি ভিজে খেলতে থাকা ,
খিচুড়ি আর আলুভাজার
গন্ধতে মন মাখা মাখা......।
বর্ষা মানেই .......
চাতক পাখির ইচ্ছেপূরণ
নতুন ক’রে বাঁচতে শেখা ,
কবির মনে বৃষ্টি নিয়ে
ছন্দ ক’রে কাব্য লেখা ।