মনে মনে যাকে ভালোবেসেছিলাম ,
মন থেকে যাকে চেয়েছিলাম ......
মুখ ফুটে তাকে বলতে পারিনি -
মনের কথা ।
‘ আজ ওকে সব খুলে বলবই বলব ’
এই ভেবে কতদিন তার কাছাকাছি গিয়েছি ,
মুখোমুখি হয়েছি কতবার ......
কিন্তু পারিনি ।
যেমনি ওর চোখে , চোখ পড়েছে আমার
আমি অদৃশ্য হয়ে গেছি
আমি হারিয়ে গেছি ওর সামনে থেকে ।
লজ্জায় , নাকি ভয়ে ? তা জানিনা ......
শরতের এক সুন্দর সকালে
ঝিরিঝিরি হাওয়া বইছিল।
সেইদিন ......
পৃথিবীর সমস্ত সাহস একত্রিত করে
তাকে প্রোপোজ করব মনোবৃত্তি নিয়ে
বাড়ি থেকে যেই বেরিয়েছি ,
প্রতিবেশী এক বন্ধু বলল –
‘ গত কালকের রাতের খবর শুনেছিস ?’
আমি বললাম ‘ কী খবর ?’
সে বলল – ‘ জোনাকি পালিয়ে গেছে কাল রাতে
ওর প্রেমিকের সাথে ’
বুকটা ধড়াস করে উঠল !
জোনাকি .........! জোনাকি............... !
সেই-ই তো আমার প্রেম !
তার প্রেমিক অন্য কেউ............ ?
কত কথা ভেবে সেদিন জ্ঞানশূন্য ।
পায়ের তলে মাটি হারিয়ে .....
বাসিন্দা হয়েছিলাম মহাশূন্যের ।
যে মাটির উপর আমি চলতে চেয়েছিলাম
প্রেমের পথের পথিক হবার স্বপ্ন আগলে বুকে ......
সে মাটি আদৌ আমার ছিল না ,
ছিল , অন্য একটা গ্রহের ।