স্বপ্নে যেদিন গিয়েছিলাম
আরশিনগর হাটে ...
দাদু সেদিন করছিল ডান্স
নকশীকাঁথার মাঠে ।
স্বপ্নে যেদিন নবাবগঞ্জে
হাঁটতেছিলাম ভোরে ...
করছিল গান ঠাম্মা সেদিন
পলাশীর প্রান্তরে ।
ঠাম্মা দাদু কব্বে পটল !
তাও নাচে গাই তারা ...
এ কি রকম স্বপ্ন রে ভাই
অদ্ভুতুড়ে ছাড়া !
স্বপ্ন যদি দেখতে না চাস
ভূতুড়ে আজগুবি ...
ঘুমের আগেই রাম রাম রাম
জপ করে নাম শুবি !