স্বপ্নে এসে সুকুমার রায় বললে – “ এই যে খোকা ,
আবোল তাবোল রপ্ত করে হও মজাদার কবি ।
ছন্দে কথা লিখতে লিখতে হও কবিতার পোকা ,
আমার পরে আসন পেতে ছড়ায় আঁকো ছবি । ”
আমি বলি - “এখন থেকেই লিখব হাসির ছড়া ...
দৃষ্টি দিলে জ্ঞান দিয়ে আজ আমার দুটি চোখে
কিন্তু ভাবো , সাহিত্যের যা টলমলানি ধরা !
পারবে তো ঠিক চিনতে আমায় বাচ্চা বুড়ো লোকে । ”