বাক্সের উপর উলের চাদর
আই দেখে যা মা – রে
সেই চাদরে কত্ত সুখে
চার পা তুলে উপরদিকে
বাড়ির পোষা বিড়াল টুসা
কি ঢঙে ঘুম পাড়ে !
তাকে দেখেই নেংটিগুলোন
আজ , খুন হয়ে যায় হেসে।
করছে তারা লুটোপুটি
ঘরদুয়ারে ছুটোছুটি
নেচে গেয়ে শস্য খেয়ে
সাতকাণ্ড ঘটায় শেষে ।
তাই বলি মা আমার কথা
মন দিয়ে শোন , চুরি !
ইঁদুরগুলোর ঘুচে যাবে ,
আর দিবিনা বিড়ালটাকে
‘আই টুসা আই’ ডেকে ডেকে
মুরগি মাছের ভুঁড়ি ।
নেংটিদের না জব্দ করে
ঘুম পাড়ে সে চাদরে ...
কাল থেকে ওর বন্ধ খাওয়া
সকাল বিকাল ঘুরতে যাওয়া
আদর করে কোলে নেওয়া
কম যেন হয় আদরে ।
কর্মকুড়ে বিড়ালছানার
তবেই শিক্ষা হবে ।
এ ঘর , সে ঘর ঘুরে ফিরে
খিদের জ্বালায় শিকার করে
দুই- একখানা ইঁদুর ধরে
তবেই ব্যাটা খাবে ।