কি যে খাওয়াই বাপু ভালোমন্দ কিনে ?
এসেছে দু’জামাই কাল ষষ্ঠীর দিনে ।
কিনতে সব্জি আনাজ বো’-কে দুশো দিয়েছি ,
পকেটে পাঁচশো টাকা করকরে নিয়েছি ।
শ্বশুরের মান থাকে জামায়ের কবলে ,
তাইতো হে হাটে চলি গুঁজে ব্যাগ বগলে ।
ভালো মাছ খাওয়াবো দু’জামাইরাজাকে
এই ভেবে হাটে ধরি রামুলাল পাঁজাকে ।
দেখেশুনে চারিদিক লোকেদের ভিড় জ্যাম
বলি – “ ওহে বাছাধন , ইলিশের কত দাম ?”
যেই শুনি খুব চড়া ইলিশের দাম-টা ,
ডিগবাজি খেল নাকে কপালের ঘামটা !
“ ছ’শো টাকা কেজি দরে কে কিনে ইলিশ মাছ ?
তার থেকে খাসি ভালো, চলি ভোলাটার কাছ ...”
মাছ হাট থেকে ফিরে , হাঁকি জোর – “ ভোলারে ,
দোকানে তোর কত খাসি ... গোটা কাটা ঝোলারে !
মাংসের দর কিছু বাড়লো না কমলো ?”
দাম শুনে দেহে মোর যেন হিম জমলো ।
“ কেন এত দর আঁটিস , হ’লি কি পাগল ...
সাড়ে চারশোর দরে কে খাবে ছাগল ?”
ভোলা বলে “ খেয়োনাকো, ভোলারাম পোদ্দের ...
খাসির চ্যাচানি শুনেই জুটে যায় খদ্দের ।
কিপ্টে তুমি, চেখেছ কি – খাসি রেঁধে ঝোলটি,
সারামাস তো খেয়ে মরলে ঘুতুদার পোল্টি !
সস্তাই চিবিয়ে খেয়ো মুরগির মাথাটা .........”
খুলে দিল ভোলা চোখ , ঠিক তো এই কথাটা !
০৬/০৭/২০১৪