হেঁটে যাচ্ছিল দুজন বন্ধু
জঙ্গলের পথ ধরে
ভাল্লুক দেখে একজন বন্ধু
বসল গাছে চড়ে ।
আরেক বন্ধু থাকল একা, সে
পারেনা চড়তে গাছে
ভাল্লুক কাছে আসতে দেখে সে
ফন্দি আঁটলো পাছে ।
সেই পশুটার হাত থেকে সে
বাঁচাতে নিজ প্রাণ
দম আটকিয়ে পড়ল শুয়ে
করল মরার ভান ।
ভাল্লুক তারই কাছে এসে
নাক কান শুঁকে ভাবে
এটা তো একটা মরা মানুষ
কে আর একে খাবে ?
এই ভেবে সে যেমনই গেল
বনের অন্যদিকে ,
গাছে চড়া বন্ধু তখন
যায় নেমে গাছ থেকে ।
তারপরে সে বন্ধুকে কয় -
‘বেঁচে গেলি তুই প্রাণে,
আচ্ছা তোকে ভালুক সাহেব
কী বলল কানে কানে ?’
শুয়ে থাকা বন্ধু তখন
খাড়ো হয়ে কয় –
‘ স্বার্থপর হয় যে বন্ধু , সে
আসল বন্ধু নয় । ’