ফুলে ফলে ভরা বন
কত শত পাখি
যত দিন যায় তত
কমে যায় দেখি ।
এইসব কত কথা
ঢুকে ক্লাসঘরে
আমাদের রোজই বলে
ভবতোষ স্যারে ।
গাছ লাগানোর কথা
শিশু মনে রাখবে,
দেশে যদি বাঁচে বন
সবই ঠিক থাকবে ।
হারানো সেদিনগুলি
ফের ডানা মেলবে ,
বনে বনে প্রজাপতি
পাখি এসে খেলবে ।
( আমার এই কবিতাটি ৩৫ তম মুর্শিদাবাদ জেলা বইমেলা – ২০১৬-র
স্মরণিকাতে প্রকাশ পেয়েছে, পাতা সংখ্যা - ৩৭ )
দেব দাস ( দেবব্রত দাস )
লালগোলা , মুর্শিদাবাদ