হয়না খেতে কোনও স্যারের
বেতের বারি কিল ঘুসি ,
সব বিষয়ে গোল্লা পেলেও
আমার জেনো দিল খুশি ।
সারা দিনমান টো টো ঘুরি
বই নিয়ে তো ছাই পড়ি ,
তবু মাগো ফেল করিনা
বছর বছর পাশ করি ।
আমার কথা শুনেই মায়ে
বলে – “ মাথামোটা ,
ভাগ্যিস তোমার সরকার বাবা
উঠালছে ফেলপ্রথা ...”
মায়ের থেকে মাসির দরদ
সবসময়েই পাই বেশি
মায়ের কথায় নাক গলিয়ে
তক্ক করে যায় মাসি ।
মাসির কথা – “ বল তো দিদি
কে আজ বড় বই পড়ে ?
আসল সবার প্রতিভাটাই
তোর ছেলেটা ডান্স করে । ”
মাসির কথা বুঝেই মায়ে
বলেছে এইটুকু –
“লেখাপড়া গোল্লাতে যাক !
ছাড়বিনা নাচ খুকু । ”