স্বর্ণস্বর্গ প্রাপ্তি
দেবপ্রসাদ জানা
মরণে মেলেনি ছুটি,আরো আছে গান।
জীবন্ত গানের ছোঁয়া,আজো লেগে আছে।
কায়াহীন ছায়ারাও,দিয়ে গেছে প্রাণ।
অশরীরী গায়কেরা,দেহ ছেড়ে গেছে।
কালের কোকিল কন্ঠ,গেলে রুদ্ধ করে।
হে সুরের কারিগর লতা সন্ধ্যা বাপি।
ছেড়ে গেলে স্বর্ণস্বর্গে হাতে হাত ধরে।
উল্লসিত ইন্দ্রপুরী সারারাত্র ব্যাপি।
আকাশের ময়দানে,নেমে পড়ো সব।
সুরের পসরা নিয়ে, দেবদেবী সনে।
সুরের ঝংকারে ওঠে,নতুন বিপ্লব।
সুর তাল লয় মিলে,কলকন্ঠ তানে।
কর্ণ কন্ঠ বাদ্যযন্ত্রে,মধুর মিলন।
একেএকে সব গেলে,এতই আপন।