সতী মন্দোদরী
দেবপ্রসাদ জানা
সমুদ্রমন্থন কালে,সুলক্ষণা নামে,
সুন্দরী এক রমণী আর্বিভুত হন।
পার্বতীর সখি হয়ে থাকে সেই ধামে।
পার্বতীর সঙ্গে সঙ্গে,থাকে সর্বক্ষন।
একদিন স্নান শেষে,কহিলেন তাকে,
পরিধেয় বস্ত্র আনো,যাও মোর ঘরে।
সুলক্ষণা বস্ত্র নিতে,শিবালয়ে ঢোকে,
করিল সম্ভোগ শিব,একা পেয়ে তারে।
বস্ত্র এনে দিলো দাসী পার্বতীর হাতে।
দেরি কেন সুলক্ষণা জানিতে কি পারি?
তারে দেখে শিবজায়া পারিল বুঝিতে।
অভিশাপে সুলক্ষণা,হলো মন্দোদরী।
অদৃষ্টে যা লেখা ছিল কে খন্ডাবে তারে?
বিধাতার লীলাখেলা,কে বুঝিতে পারে।