সীতার অভিযোগ
কহ রাম রঘুশ্রেষ্ঠ অযোধ্যা নৃপতি।
কোন পাপে,তুমি মোরে দিলা নির্বাসনে?
মোহিনী রূপসী বেশ,দেখিলে ভূপতি?
দেখোনি এগার মাস,পুড়েছি আগুনে।
মিথিলার রাজা মোর,পিতা ধর্মজ্ঞানী।
রাজলক্ষ্মী,ধন-স্রোতে,মম ভাগ্যতরি।
সেই আমি রাজরানী,রঘু কুল মনি।
হরধনু ভঙ্গ করে,করিলে ভিখারী।
সন্দেহের বশে মোরে,অগ্নিদগ্ধ করো।
প্রজাভয়ে প্রাণপ্রিয়,দিলে নির্বাসন।
রাজাসন রাজছত্র,আঁকড়িয়ে ধরো।
এত কি সংশয় তব,এই আচরণ।
কহ রাম কহ মোরে কোন অধিকারে।
অযত্নে রাখিলে মোরে,মনের ভাণ্ডারে।