সরস্বতী দেবী
দেবপ্রসাদ জানা
দ্বিভূজা,শ্বেতবরণী,শ্বেতাম্বরা নারী
হে শ্বেতদল বাসিনী,বিদ্যেধরী মাতা।
শ্বেত হংসবিহারিণী,বীণা হস্তধারী।
পুস্তক-হস্তে প্রথিত,ব্রহ্মার দুহিতা।
কমলধারিণী দীপ্তি,কৌমুদী চন্দ্রিকা।
জয় জয় সরস্বতী,বাগ্দেবী সারদা।
হে কুচযুগশোভিত,কামিনী ঝটিকা।
শুভ্র সরসিজ হস্তে, ভামিনী নর্মদা।
প্রকৃতি ভারতী বাণী,গলে মুক্তাহার।
হে বীণা পুস্তকধারী,বসি পদ্মাসনে।
ভগবতী মহাশ্বেতা, দেবী বিদ্যাধার।
জ্ঞান দাও ধৈর্য্য দাও,শব্দ দাও মনে।
বিশ্বরূপে বিশালাক্ষ্মী,করি পত্রাঞ্জলি
বুদ্ধি দাও,শিক্ষা দাও,করো শক্তিশালী।