নাট্যমঞ্চ

অন্ধকারে জেগে থাকে,নীল সাজঘর।
দিগন্তরে মগ্ন কায়া,ঠায় দেখে যারে-
লালনীল আলো জ্বেলে,করে কালান্তর।
বিশ্বমঞ্চে আনাগোনা,নাটক আকারে।
  
সর্বনাশে লোক হাসে,কাঁদে অভিনেতা।
হাসিকান্না পাপতাপ, মঞ্চ ভরা সঙ।
লোকশিক্ষার প্রসঙ্গে,গল্প গানে গাথা।
কালো পর্দা অন্ধকার, চরিত্রের ঢঙ।

ঘন্টা দুই স্বপ্নঘোরে বদ্ধ পরিখায়।
মুগ্ধ দর্শকের বুকে, সীমাহীন চাপ।
বসে থেকে,খুব কাছে,শুনেছে আলাপ।
মুখে হাসি চোখে জল,নিয়েছে বিদায়।

তীব্রতার স্বেচ্ছাচারে দর্শকেরা চুপ।
সমাজ সংসারে দেখা পাশাপাশি রূপ।