মধুবাক্য বধুবাক্য
দেবপ্রসাদ জানা
৯.৮.২০২১

শীতে রিক্ত-শূন্য তরু বসন্ত সোহাগে,
নব পত্র শোভে তার শাখায় শাখায়,
মৌমাছি আকৃষ্ট হয় ফুলের পরাগে।
ভালোবেসে মধু,অলি ফুলে ফুলে খায়।

প্রেমহীন জীবনের , মন মরুভূমি।
ভালোবাসা নষ্টনীড়,শুধু পরিপাটি।
মায়ের দুগ্ধ সুধায়, সিক্ত হয় ভূমি    
সেই চারা বটবৃক্ষ,একেবারে খাঁটি।

প্রেয়সীর স্রোতে ভাসা,সে বাধ্য প্রেমিক,
মা'যে কত ব্যথা পায়,বোঝে না পাগল।
খাঁটি ছেলে বাটি ছাড়ে,পরিল গৈরিক,
গৃহছেড়ে বৃদ্ধাশ্রমে, থাকে দলবল।

মাতৃবাক্য বেদবাক্য,গ্রন্থে লিখে দাও।
বধুবাক্য সুধাবাক্য,হৃদে ভরে নাও।