মায়াবিনী
দেবপ্রসাদ জানা
১৮.৮.২০২১

নিঝুম রাতের স্বপ্নে তুমি এসো স্বপ্ন লয়ে।
হরিণ চোখে তাকিয়ে,থেকো মায়াবিনী তারা।
ছলো ছলো চোখ করে,আর থেকো না চেয়ে।
চোখের পরে রেখো না চোখ,হবে দিশাহারা।

ধরতে চাইলে,দাও না ধরা,শুধু থাকো দূরে,
সূর্যাস্তের আগে পাখি,ঘরে আসলো ফিরে।

ছল করে, দূর থেকে ,ডাকো ইশারায়-
মনের কোনে মেঘলাকাশ,আবেগের দাম নেই।
আসলে কাছে,পারাবতী,কোন ভরসায়?
একটু হেসে কওনা কথা,নেই ভরসা নেই।

বুকের মধ্যে তোমার ছবি এঁকেছি সারাদিন,
কোন প্রদীপে ঘষলে পাবে,তোমায় আলাদিন।